বিনোদন

ধ্রুব মিউজিকের ৭ম বর্ষপূর্তি

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ৭বছর পেরিয়ে ৮ বছরে পা দিয়েছে। ২০১৭ সালের আজকের এ দিনে (২৫ ফেব্রুয়ারি) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

Advertisement

যাত্রার শুরু থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক-শ্রোতার পছন্দের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সবার আস্থা ও ভালোবাসা নিয়ে প্রসারিত করতে থাকে নিজেদের সাংস্কৃতিক বলয়।

আরও পড়ুন

শিল্পকলায় গাইবে ‘জলের গান’

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ ডিএমএসের সব শ্রোতা-দর্শক, শিল্পী-কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement

আরও পড়ুন: অসুস্থ সাবিনা ইয়াসমিন, সিঙ্গাপুরের হাসপাতালে চলছে চিকিৎসা

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা থাকা সত্বেও বিগত দিনগুলোতে সতস্ফূর্তভাবে বাংলা সংগীতের উৎকর্ষ সাধনে যেভাবে কাজ করে চলেছে ধ্রুব মিউজিক স্টেশন, আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement