নতুন শিক্ষাক্রমে নতুন আঙ্গিকে ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ওই বছর শুধু দশম শ্রেণির সিলেবাসের ওপরই পরীক্ষা হবে। তবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
Advertisement
এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন। ধোঁয়াশায় রয়েছেন খোদ শিক্ষা বোর্ডগুলোর শীর্ষ কর্তারাও। এমনকি প্রশ্নপত্র প্রণেতা ও উত্তপত্র মূল্যায়নে দায়িত্ব পালন করা পরীক্ষক করা হবেন, তাদের কী ধরণের প্রশিক্ষণ হবে তা নিয়ে চলছে আলোচনা।
শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস কেমন হবে— তা ঠিক করে দেবে এনসিটিবি। সেগুলো চূড়ান্ত কাঠামো পেলে প্রশ্নপত্র প্রণেতা ও পরীক্ষকসহ পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এনসিটিবি কাঠামো চূড়ান্ত করে দিলে আমরা প্রস্তুতি শুরু করবো। নতুন পদ্ধতিতে অভ্যস্ত করতে পরীক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে হবে। ১১টি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে এটা করবে।’
Advertisement
রাজধানীর গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সিফাতুল ইসলাম। নতুন শিক্ষাক্রমে পড়াশোনায় ছেলে বেশ মনোযোগী হলেও উদ্বেগ কাটছে না মা শাহানারা খাতুনের। শনিবার রাতে তিনি জাগো নিউজকে বলেন, ‘ও (ছেলে সিফাতুল) তো এসে বলছে, আম্মু নতুন নিয়মে পড়া ভালোই লাগছে। এ নিয়মটা মনে হয় ভালো হবে। কিন্তু এসএসসি পরীক্ষা দেবে ২০২৬ সালে। তখন তো এখনকার নিয়ম থাকবে না। কীভাবে পরীক্ষা হবে, রেজাল্ট কেমন হবে—এ নিয়ে আমি আর ছেলের বাবা খুব চিন্তিত। অন্য অভিভাবকরাও আমাদের সঙ্গে এ নিয়ে রোজ আলোচনা করে।’
পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি যেমনই হোক, দ্রুত তা চূড়ান্ত করে খোলাসা করা উচিত বলেও মন্তব্য করেন অভিভাবক শাহানারা আক্তার। তার মতোই নতুন নিয়ম স্পষ্টভাবে আগেভাগেই জানতে চান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার নবম শ্রেণির ছাত্র আজিম উদ্দিনের মা সেলিনা খাতুনও।
সেলিনা খাতুন জাগো নিউজকে বলেন, ‘নিয়ম ঠিক করছে সরকার, আমরা মেনে নিয়েছি। কিন্তু নিয়মটা কেমন হবে, তা দ্রুত জানালে আমরা চিন্তামুক্ত হবো। সেভাবেই শিক্ষকরা আমাদের সন্তানদের পড়াবেন। আমরাও সেভাবেই গাইড করবো।’
জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘নতুন পদ্ধতির এসএসসি পরীক্ষার খসড়া মডেল আমরা প্রস্তুত করেছি। সেটা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সামনে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশনা দিয়েছেন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘মার্চ মাস থেকে বোর্ডগুলোর সঙ্গে এ নিয়ে আমরা বসবো। খসড়া মডেলটি উপস্থাপন করে তাদের মতামত চাওয়া হবে। সব ঠিক থাকলে তা চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, চলতি বছর নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। ২০২৫ সালে তারা দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়বে। এরপর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শুধু দশম শ্রেণির ১০টি বিষয়ের ওপর মূল্যায়ন বা পরীক্ষায় অংশ নেবে।
‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’-এর রূপরেখা অনুযায়ী- নতুন শিক্ষাক্রমে প্রতিটি বিষয়ের ৫০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার মাধ্যমে হবে।
এএএইচ/এমএএইচ/এমএস