খেলাধুলা

ইরাককে হারিয়ে ব্রোঞ্জ বাংলাদেশের

ইরাকের রাজধানী বাগদাদে চলমান এশিয়া কাপ স্টেজ-১ র্যাংকিং টুর্নামেন্টে বাংলাদেশের নজর এখন রোববারে। ওই দিন বাংলাদেশের আরচাররা দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে নামবেন। তার আগে শনিবার বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

Advertisement

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছে ইরাককে। বাংলাদেশ দলে খেলেছেন বিকেএসপির দুই আরচার তপু রায় ও মেঘলা রানী। বাংলাদেশের এই জুটি সেমিফাইনালে ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াই করেছিল।

রোববার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ (হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান আলিফ) খেলবে ভারতের বিপক্ষে। সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশ সেমিফাইনালে ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম