ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ট্রান্সফরমার থেকে মালামাল চুরির সময় চার যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় তাদেরকে বেঁধে রেখে মাথা ন্যাড়া করে দেয় স্থানীয়রা।
Advertisement
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার নিজ সরাইল গ্রামের মৃত মোগল মিয়ার ছেলে তারেক (২৮), ধামাউড়া গ্রামের আবু উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩৮), অরুয়াইল গ্রামের শওকত আলীর ছেলে হারিছ মিয়া (৫০) ও নাসিরনগর উপজেলার চাতলপাড়ের মৃত চান মিয়ার ছেলে সাদেক মিয়া (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ট্রান্সমিটারের ট্রান্সফরমারের ভেতরের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
Advertisement
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজক জানান, ট্রান্সফরমারের ওপরে উঠে এর নানান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ তাদের নিয়ে আসে। এ ঘটনায় পিডিবির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/এমএস