একুশে বইমেলা

সানজিদা আক্তারের উপন্যাস ‘বিবি মতিজান’

সানজিদা আক্তারের সামাজিক বা সমসাময়িক উপন্যাস ‘বিবি মতিজান’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। ভূমিপ্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশনীর স্টল নাম্বার ৩০৬-৩০৭। প্রচ্ছদ করেছেন শিল্পী পরাগ ওয়াহিদ। সামাজিক উপন্যাস হলেও পাঠক এই বৃহৎ কলেবরের আখ্যায়িকায় বেশ কিছু পরিচ্ছেদে মনস্তাত্ত্বিক, রোমান্টিক, বাস্তবিক রহস্যের পাঠ আনন্দ আস্বাদ করতে পারবেন।

Advertisement

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘নায়িকার নামে রহস্যের বসবাস। কুক্ষণে জন্মেই তার লড়াই শুরু। ঘরে-বাইরে কুড়াতো মেয়েজন্মের অভিশাপ। তিন বছর বয়স থেকেই বারবার পেডোফিলিয়াদের লালসার শিকার হয়েছে। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের অসহ্য যন্ত্রণায় মানসিক রোগের গোলকে আটকে গিয়েছিল। বরের কায়ায় মায়া নয়, সেই পেডোফিলিয়াদের ছায়া দেখতো। দাম্পত্য তার কাছে বিভীষিকার প্রতিশব্দ। বরের হাত ধরে সব সংশয়-সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চলতে থাকে। একটার পর একটা কাঁটার আঘাত নিয়েই পথ এগোতে থাকে। বর যখন বন্ধুত্বের হাত ছাড়লো; তখন অন্য এক যুবক তার অসহায় হাতটি ধরলো। সেই সদা হাস্যময়, সুদর্শন যুবক নিজেই এক মহারহস্য!’

আরও পড়ুন• বইমেলায় মিজানুর রহমান মিথুনের ৩ বইপাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের শিশুতোষ বই

লেখক আরও বলেন, ‘যদিও আখ্যানটি একটি মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের অসচেতনতা ও অজ্ঞতার দরুণ ঘটিত শিশু যৌন নির্যাতনের সূত্র ধরে ডানা মেলেছে। মনির-মতি দম্পতির দাম্পত্যে উল্লেখ্য নির্যাতনের শারীরিক ও মানসিক প্রভাবের ওপর ভর করে বহুদূর উড়েছে; মূল গল্পের সাথে বেশ খানিকটা রসদ জুগিয়েছে কিছু ক্ষুদ্র চরিত্র ও সাব-প্লট। যেগুলো মূল চরিত্রকে পরিস্ফুটিত হতে সাহায্য করেছে, সম্পূর্ণ করেছে।’

Advertisement

এসইউ/জেআইএম