সোশ্যাল মিডিয়া

রিল ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়: তসলিমা নাসরিন

তথ্যপ্রযুক্তির এই যুগে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য রয়েছে নানান মাধ্যম। ফেসবুক রিল এমন মাধ্যম। এখানে অল্প সময়ের ভিডিওতে তুলে ধরা যায় বিভিন্ন বিষয়। অনেকে এসব ভিডিও থেকে আয়ও করছেন। তবে আমাদের মূল্যবান সময়ও নষ্ট করছে এই রিল ভিডিও।

Advertisement

এটাকে অনেকটা ড্রাগের সঙ্গে তুলনা করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যাদের কাজকর্ম নেই-সময়ের দাম নেই, তাদের জন্য রিল ভিডিও।’

জাগো নিউজের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘রিল জিনিসটা খুব খারাপ। একটা রিলে ক্লিক পড়লো তো ব্যাস, কয়েক ঘণ্টা কেটে যাবে একের পর এক রিল দেখতে দেখতে। এ অনেকটা ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়। রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে।’

Advertisement

রিলের নেশা থেকে নিজেকে মুক্ত করতে না পারলে ক্রিয়েটিভিটি গোল্লায় যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘রিল ক্রিয়েটিভ মানুষের জন্য নয়। যাদের কাজকর্ম নেই, সময়ের কোনো দাম নেই, টাইম পাস করার জন্য উদগ্রীব, তাদের জন্য রিল ঠিক আছে।’

কেএসআর/জেআইএম