দেশজুড়ে

পুণ্যলাভের আশায় পদ্মায় গঙ্গাস্নান

পুণ্যলাভের আশায় রাজবাড়ীর পদ্মা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুরাতন হরিসভার আয়োজনে সদর উপজেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।

প্রতিবছর মাঘী পূর্ণিমায় দূর-দূরান্ত থেকে পদ্মায় গঙ্গাস্নানে আসেন সানাতন ধর্মাবলম্বীরা। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় পদ্মার পাড়।

শনিবার অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে পদ্মার পাড়ে বসে গীতা পাঠ করছেন, আবার কেউ নামজপসহ পালন করছেন ধর্মীয় রীতি-নীতি।

Advertisement

ভক্তরা বিশ্বাস করেন, এই দিন গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায়। মনে করা হয়, মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

রুবেলুর রহমান/এফএ/এমএস