বিনোদন

সংসদ থেকে ইস্তফা নিয়ে যা বললেন মিমি

ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি যাদবপুরের তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন: সংসদ সদস্য পদ থেকে মিমি চক্রবর্তীর ইস্তফা

পাশাপাশি এ প্রসঙ্গে চিঠিও দিয়েছেন মমতাকে। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে— আসন্ন ভোটে তিনি কি তৃণমূলের প্রার্থী হবেন? তবে রাজনৈতিক এ আলোচনার মধ্যে মিমি খুব স্বাভাবিক গতিতে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

এ মুহূর্তে তিনি কলকাতায় ‘আলাপ’ সিনেমার শুটিং করছেন। শুক্রবার এ সিনেমায় তার অংশের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে।

Advertisement

রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা এবং নিজের অভিনেত্রী জীবন কিভাবে সামলাচ্ছেন- এ সম্পর্কে মিমি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি সে দিনও যা বলেছি, এখনো তা-ই বলছি। এরপর কী হবে, সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।’

এ প্রসঙ্গে মিমির ভাষ্য, তিনি সততার সঙ্গেই কথা বলেন। তাই নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজের শিরোনামের উদাহরণ টেনে বলেন, “আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি। সাময়িক কোনো মুহূর্তের কথা ভেবে আমি কথা বলি না। যা বলি খুব ভেবে-চিন্তেই বলি।’’

সাধারণ মানুষের কাছে অভিনেত্রী হিসেবেই মিমির প্রাথমিক পরিচিতি। সে কথা মনে করিয়ে তিনি বলেন, ‘‘আমার মনে হয়েছে, এখন কাজের চাপ অনেকটাই বেড়েছে। তাই অভিনয়কে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি।’’

আরও পড়ুন: শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!

Advertisement

ভারতের রাজ্য রাজনীতিতে এ মুহূর্তে যাদবপুরের সাংসদকে নিয়ে বিভিন্ন ‘গুঞ্জন’ শোনা যাচ্ছে। কিন্তু সে প্রসঙ্গে কোনো মন্তব্য করতে মিমি রাজি নন। তিনি বলেন, ‘যার যেটা ইচ্ছে বলতেই পারেন। সঠিক সময়েই সব প্রশ্নের উত্তর দেবে।’

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেন মিমি। মমতার সঙ্গে দেখা করার পর তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’

একই সঙ্গে তার মন্তব্য ছিল, ‘আমি রাজনীতিক নই। কখনো রাজনীতিক হবও না। সব সময় আমি কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনো খারাপ কথা বলিনি।’

আগামী মাসে নতুন একটি সিনেমার শুটিং শুরু হবে মিমির। টালিউডে গুঞ্জন, সিনেমাটি বাংলাদেশি। সেখানে মিমির বিপরীতে থাকবেন অভিনেতা শাকিব খান। যদিও এ প্রসঙ্গে আপাতত কোনো তথ্য দিতে চাইছেন না মিমি।

এমএমএফ/এএসএম