জাতীয়

দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসাছাত্র নিহত

রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ওমর ফারুক (১৮) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনায় আহত হন ওমর ফারুক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ওমর ফারুকের বাবা রাজন মিয়া বলেন, আমার ছেলে রূপগঞ্জের মাদরাসাতুস সুন্নাহে কিতাবখানার শিক্ষার্থী। বিকেলে মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। পরে খবর পাই ছেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুসহ গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন>> রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

Advertisement

তিনি বলেন, প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আমার ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজন মিয়া আরও বলেন, আমি বিভিন্ন মার্কেটের শার্টার মেরামতের কাজ করি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা গন্দকপুর গ্রামে। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ওমর ফারুক ছিল বড়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ

Advertisement