যুদ্ধের মতোই পরিস্থিতি। সেমিফাইনালে যেতে হলে নূন্যতম তিন গোলের ব্যবধানে জিততে হবে আর দুই গোল করলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে; কিন্তু যদি এক গোল করেই খেলা শেষ করে তাহলে বিদায় নিতে রিয়াল মাদ্রিদকে। এতো সব সমীকরণকে সামনে রেখে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার ভলফসবার্গের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।মাঠে নামার আগেই যুদ্ধের ঘোষণা দিলো রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কার্ভাহাল। ভলফসবার্গকে উদ্দেশ্যে করে তিনি বলছেন, ‘মঙ্গলবার ম্যাচটি হবে যুদ্ধক্ষেত্র’। শুধু কি তাই? শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। ‘আমরা জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যাবো সেমিতে ওঠার জন্য।’ভলফসবার্গের বিপক্ষে নামার আগে জ্বালানি হিসেবে এইবারের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলও পেয়েছেন তিনি। তাছাড়া হামেশ রদ্রিগেজ এবং হেসে রদ্রিগেজের গোল পাওয়াতে রিয়াল কোচ জিনেদিন জিদান রয়েছেন স্বস্তিতে। তবে জার্মান ক্লাবকে হালকাভাবে নিতে নারাজ। অতীতে জার্মান ক্লাবদের বিপক্ষে হারার রেকর্ড রয়েছে মাদ্রিদের।জিদান বলেন, ‘কাউন্টার থেকে ভলফসবার্গের গোল করার ক্ষমতা রয়েছে যেটা গত ম্যাচে দেখিয়েছে। এ দিকটা নিয়ে আমাদের ভাবতেই হচ্ছে।’ম্যাচে নিজেদের পাশাপাশি দর্শকদের সমর্থন চাইলেন রিয়ালের প্রাণভোমরা রোনালদো। ‘দল অবশ্যই আত্মবিশ্বাসী। কোচের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে এবং দর্শকদের প্রতিও। তাদের সমর্থন আমাদের জন্য জয়টা সহজ করে দেয়। আশা করছি মঙ্গলবার যাদুকরী একটা রাত কাটবে আমাদের।’আরআর/আইএইচএস/বিএ
Advertisement