খেলাধুলা

এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অসিদের দেওয়া ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১০২ রানে। ফলে ৭২ রানের বিশাল জয়ে চ্যাপেল-হাডলি ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

Advertisement

আজ (শুক্রবার) অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতেই ১৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। কারোর অর্ধশতকের মাইলফলক স্পর্শ করা ছাড়াই এই সংগ্রহ করে অসিরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। ২৯ রানের মাথায়ই চলে যায় কিউইদের ৪ উইকেট। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও জস কার্কসনের ৩২ বলে ৫৪ রানের জুটিতে সামনের দিকে কিছুটা এগিয়ে যায় কিউইরা।

কার্কসন (১৩ বলে ১০) দলীয় ৭৪ রানের মাথায় আউট হয়ে গেলে স্কোরকার্ড পরিবর্তন হওয়ার আগেই অ্যাডাম মিলনের উইকেটও হারায় নিউজিল্যান্ড। একাই লড়াই করে ফিলিপস আউট হন ৩৫ বলে ৪২ রানে। এছাড়া ১১ বলে ১৬ রান করেন ট্রেন্ট বোল্ড। শেষ পর্যন্ত ১০২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

Advertisement

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ট্রাভিস হেড হাফসেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে বেন সিয়ার্সের বলে বোল্ড হয়ে ফেরত যান। ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি অসি ব্যাটার। এদিন এটিই ছিল অসিদের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ২২ বলে ২৮ রানের, প্যাট কামিন্সের ব্যাট থেকে। মিচেল স্যান্টনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে অধিনায়ক মিচেল মার্শ করেছেন ২১ বলে ২৬ রান।

অসি ব্যাটারদের চাপে রাখতে পারলেও এই ম্যাচে স্বাগতিকরা অতিরিক্ত রান খরচায় ছিলেন অসতর্ক। ২০ ওভারের ম্যাচে ১৩টি ওয়াইড বল করেছে নিউজিল্যান্ড। এছাড়া লেগ বাইসহ মোট অতিরিক্ত রান দিয়েছেন ২৩।

নিউজিল্যান্ডের হয়ে ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন লকি ফার্গুসন। অস্ট্রেলিয়ার হয়ে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

Advertisement

এমএইচ/এএসএম