স্ত্রীর রূপের আগুনস্বামী: আজকে এই রুটিগুলো কীভাবে পুড়িয়েছে?স্ত্রী: কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি।স্বামী: তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কী সম্পর্ক?স্ত্রী: আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে।
Advertisement
****
কর্মচারী বোকা হলে যা হয়মালিক তার কর্মচারীকে বোকাই জানতেন। আর তাই—মালিক: আমি বাইরে যাচ্ছি, যদি কোনো ক্রেতা আসে তাহলে বলবি, সোনার মূল্য দ্বিগুণ।কর্মচারী: ঠিক আছে।
কিছুক্ষণ পর মালিক এসে—মালিক: আমি যেমন বলেছিলাম; তেমন করেছিস তো?কর্মচারী: হ্যাঁ, এক লোক সোনা বিক্রি করতে এসেছিল। সে ১ ভরি ৪৪ হাজার টাকা চাইল। আমি বললাম, ৮৮ হাজারের চেয়ে এক টাকাও কম দেওয়া সম্ভব না। এই দামে ১০ ভরি কিনে ফেলেছি।
Advertisement
****
জুতার বাড়ি১ম বন্ধু: জানিস, বাড়ি থেকে পালিয়ে যেদিন নিশিকে বিয়ে করলাম, ঠিক সেদিনই জুতোর বাড়ি খেতে হলো!২য় বন্ধু: আমার ধারণা, এর পেছনে নিশ্চয়ই নিশির বাবার হাত ছিল!১ম বন্ধু: না না, হাত নয়! ওটার মধ্যে নিশির বাবার ‘পা’ ছিল!
কেএসকে/জিকেএস
Advertisement