দেশজুড়ে

কৃষিজমির মাটি বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে কৃষিজমির মাটি বিক্রির অপরাধে বেলাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদলকোট ইউনিয়নের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন বদলকোট ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করতেন। এতে ফসলি জমির পাশাপাশি গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জাগো নিউজকে বলেন, ‘অভিযানে অভিযুক্ত বেলাল হোসেনকে একলাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

Advertisement

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস