মাত্র চার দিনের ব্যবধানে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে তিন ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীরা জানান, এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র হাসিব মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে নগরীর গল্লামারী এলাকায় একটি লাশবাহী ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে থাকায় সেটি সরাতে হর্ন দেন তিনি।
Advertisement
এসময় কয়েকবার হর্ন দেওয়ার পর ট্রাক থেকে দুই-তিনজন নেমে হাসিবকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তার সহপাঠীদের বিষয়টি জানান। এরপর তারা বেরিয়ে এসে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
Advertisement
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের দুই ছাত্র মারধরের শিকার হলে প্রতিবাদে নগরীর জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আলমগীর হান্নান/কেএএ