জাতীয়

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মুহাম্মদ ছালেহ আহমদ (৯০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

নিহত ছালেহ আহমদ বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি ৯নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন নুরুল ইসলাম।

তিনি জানান, ছালেহ আহমদ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কায় দেয়। এতে তিনি মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়।

Advertisement

এএজেড/এমএএইচ/জেআইএম