দেশজুড়ে

বগুড়ায় ট্রেনের টিকিট কালোবাজারির এক সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশন রোড এলাকা থেকে ট্রেনের টিকিট উচ্চমূল্যে বিক্রির সময় শাহরুল ইসলাম গোলাপ (৩০) নামের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়ার শেখপুরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে পুলিশ জানতে পারে স্টেশন রোডে অবস্থিত অনলাইন পয়েন্ট নামের একটি কম্পিউটারের মাল্টিমিডিয়া দোকানে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকিট বিক্রি করার সময় শাহরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে বিভিন্ন ট্রেনের বিভিন্ন তারিখের ২৩টি আসনের ১৪টি অনলাইন টিকিট এবং কম্পিউটারে বিভিন্ন ব্যক্তির ৯০টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এসময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।

Advertisement

ওসি মোক্তার হোসেন বলেন, অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/জেআইএম