জাতীয়

৫ বছরে সরকারি চাকরিতে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭ নিয়োগ

২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সারাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মোট তিন লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

Advertisement

তিনি জানান, এসব নিয়োগের মধ্যে সর্বোচ্চ ১৩৪১ জন চট্টগ্রামে এবং ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে ১২৩৫ জনকে। অন্যদিকে গত পাঁচ বছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ২০ হাজার ২৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে এমপি সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এসব তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী জানান, সরকারের শূন্য পদে নিয়োগ একটি চলমান বিষয়। শূন্য পদ পূরণ সুনির্দ্দিষ্ট বিধি অনুযায়ী করা হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেওয়া হয়।

Advertisement

আইএইচআর/এমকেআর/জেআইএম