একুশে বইমেলা

বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নীলা কবীরের শিশুতোষ গল্পের বই ‘কথা বলা লাউ’। এতে নৈতিক শিক্ষামূলক তিনটি গল্প রয়েছে। সেগুলো হলো ‘কথা বলা লাউ’, ‘কুৎসিত ময়ূর’ ও ‘শেয়ালের বন্ধু বক’।

Advertisement

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ২১৮ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এটির মুদ্রিত দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

আরও পড়ুন• শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের নতুন ৩ বই

এটি নীলা কবীরের দ্বিতীয় বই। তার প্রথম উপন্যাস ‘এই মেঘ, এই রৌদ্র’। এটিও পাঠকমহলে সাড়া ফেলেছিল।

Advertisement

নিজের নতুন বই সম্পর্কে নীলা কবীর বলেন, ‘কথা বলা লাউ বইয়ের গল্পগুলো নৈতিক শিক্ষামূলক। এই গল্প পাঠের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা লাভ করতে পারবে। বইটি শিশুদের মনের খোরাক জোগাবে।’

এসইউ/জেআইএম