প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা যুব মহিলা লীগের সদস্য মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
Advertisement
একই জেলার আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা মামলায় পাবনা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতারণা মামলায় বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
Advertisement
অভিযোগের বিষয়ে মামলার বাদী মনিরুজ্জামান বাবু জাগো নিউজকে বলেন, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তারা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।
মনিরুজ্জামান বলেন, মিম ও ওবায়দুল্লাহ পরিকল্পিতভাবে আমাকে প্রতারণার জালে ফেলে টাকা আত্মসাৎ করেছেন। উপায় না পেয়ে একপর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। আশা করছি আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার পাবো।
টিটি/এমকেআর/জেআইএম
Advertisement