দেশজুড়ে

ভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। দিনব্যাপী প্রায় ছয়শ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (২১ ফেব্রুয়ারি) গুইমারা রিজিয়নের অধীন গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের এমন মানবিক তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম কয়েকটি গ্রামের মানুষ বরাবরই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, সেনাবাহিনী বরাবরই পাহাড়ি জনপদে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের স্মরণে দুর্গম জনপদের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জেআইএম