ফুলের আশপাশে ঘুরঘুর করছে মৌমাছি- এমন দৃশ্য নয়নাভিরাম বটে! কিন্তু সেই মৌমাছির ঝাঁকই যখন সোজা মানুষের ওপর হামলা করে, তখন পরিস্থিতি দাঁড়ায় ঠিক তার উল্টো। তখন প্রাণ বাঁচাতে পড়িমড়ি করে দৌড় দেওয়ার চিন্তা মাথায় আসবে সবার আগে। দুর্ভাগ্যবশত, তেমনই হাল হয়েছে এক বিয়ের আসরে। মৌমাছির তাণ্ডবে একেবারে নাজেহাল অবস্থা অতিথিদের। এমনকি, হাসপাতালেও যেতে হয়েছে কয়েকজনকে।
Advertisement
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে। জানা যায়, রাজ্যের গুনা এলাকার একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। আর পাঁচটা বিয়েবাড়ির মতো সেখানেও উপস্থিত ছিলেন বর-কনের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই আনন্দের আসর আচমকাই এমন ভয়ংকর রূপ নেবে, তা আন্দাজ করতে পারেননি কেউ।
আরও পড়ুন>>
জন্মদিনে বেড়াতে না নেওয়ায় ঝগড়া, স্ত্রীর ঘুসিতে প্রাণ গেলো স্বামীর গণবিয়ের অনুষ্ঠানে প্রতারণা/ নিজেদের গলায় নিজেরাই মালা পরালেন কনেরা View this post on InstagramA post shared by What Now? India | Culture, History, Viral News (@what.now.media)
Advertisement
হোটেলের ছাদের এক কোণায় ছিল মৌমাছির চাক। সেখান থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি হামলা করে উপস্থিত অতিথিদের ওপর।
আরও পড়ুন>>
হানিমুনে গোয়ার কথা বলে অযোধ্যায় নেওয়ায় ডিভোর্সের আবেদন স্ত্রীর আবারও দুই তরুণীর বিয়ের সাক্ষী পশ্চিমবঙ্গএর ফলে আতঙ্কে এদিক সেদিক ছুটতে থাকেন অনেকে। কেউ মাথা চেপে ধরে উপুড় হয়ে শুয়ে পড়েন। কেউ চোখ বন্ধ করে বসে পড়েন। কারও মাথায় ছাতা চাপা দেওয়া হয়।
সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। জানা গেছে, মৌমাছির আক্রমণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয়েছে আইসিইউ’তে।
Advertisement
সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিনকেএএ/