পাঁচ অ্যাথলেট ইরান গিয়েছিলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। দুটি পদক নিয়ে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। যাকে ঘিরে ছিল প্রত্যাশা, সেই ইমরানুর রহমান পারেননি। গত বছর কাজাখস্তানের আস্তানায় জেতা সোনার পদক এবার হারিয়ে এসেছেন ইরানের তেহরানে।
Advertisement
এবার প্রথম অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ের ফাইনালে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন। হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। এই তিনজন ছাড়াও এবারের আসরে অংশ নিয়েছিলেন ৬০মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ও রাকিবুল হাসান।
মঙ্গলবার রাতে পদকজয়ী অ্যাথলেটরা দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা।
আরআই/এমএইচ/এএসএম
Advertisement