দেশজুড়ে

চালক ঘুমে, সহকারী বাস চালানোর সময় ট্রলির সঙ্গে সংঘর্ষে নিহত ২

শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রলির সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রলির হেলপার হামিদুর রহমান (২৬) ও পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)।

এছাড়া ওই ঘটনায় বড়পোড়াগড় এলাকার শাহেদ আলীর ছেলে ট্রলির চালক রমজান আলীসহ (২০) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকশীগঞ্জগামী নাইটকোচ ‘মামণি পরিবহন’র চালক বাসেই ঘুমাচ্ছিলেন। এ সময় চালকের সহকারী বাস চালিয়ে যাওয়ার সময় লাকড়িবাহী ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়।

Advertisement

এতে ঘটনাস্থলেই ট্রলির হেল্পার হামিদুর রহমান মারা যান। আহত হন ট্রলির চালক ও বাসযাত্রীসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে গোলাম ফারুক লিটনকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক জানান, দুর্ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে। জেলা হাসপাতালে একাধিক লোক ভর্তি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমরান হাসান রাব্বী/এফএ/এএসএম