জাতীয়

মিষ্টিতে হাইড্রোজ ব্যবহার, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় ‘দোহা ফুড’ নামে একটি মিষ্টি তৈরির কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার দুপুরে পটিয়া বিসিক শিল্প নগরীতে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকার উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে দোহা ফুডের কারখানার পরিবেশ সন্তোষজনক ছিল না। পাশাপাশি খাদ্যে হাইড্রোজ ব্যবহার এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া লেবেলবিহীন প্রচুর খাদ্যপণ্য মজুত পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ৩৮০ কেজি হাইড্রোজ মিশ্রিত মিষ্টি জব্দ ও ধ্বংস করা হয়। এমডিআইএইচ/জেডএইচ/এএসএম

Advertisement