জাতীয়

নকশা ছাড়া ভবন নির্মাণ: ডেমরায় উচ্ছেদ অভিযান-জরিমানা

নকশা ছাড়া ভবন নির্মাণ করায় রাজধানীর ডেমরায় ইস্টার্ন হাউজিং সোসাইটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Advertisement

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত বাশেরপুল এলাকায় এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। এ সময় তিনি বেশ কয়েকটি ভবনের আংশিক অংশ অপসারণসহ জরিমানা করেন।

রাজউক সূত্র জানায়, নকশাবিহীন ভবন নির্মাণ করায় ডেমরা বাশেরপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজউক। এসময় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে তিনটি ভবনে আট লাখ টাকা জরিমানা করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা নিয়ে ভবন নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

Advertisement

এমএমএ/জেডএইচ/এএসএম