জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ।
পুলিশ জানায়, নাশকতার মামলায় জামায়াত নেতা আরমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে রাতেই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মাওলানা আউয়াল হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, তার বিরুদ্ধে জামালপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মো. নাসিম উদ্দিন/এএইচ/জিকেএস
Advertisement