দেশজুড়ে

স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাম লেখানো হলো না আরমিনের

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পূর্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমিন উপজেলার সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সে শিশু নিকেতন বিদ্যালয়ের বেবি শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আরমিন তার মায়ের সঙ্গে অটোভ্যানে করে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে নাম লেখাতে যাচ্ছিল। তারা বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন পূর্ব মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে শিশু আরমিন মাথায় প্রচন্ড আঘাত পায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তিও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরমিনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জেআইএম