চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর, গোয়ালঘর ও খড়ের গাদা। সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর রাজাভূবন গ্রামের ইউনুস পাড়ায় হাসান তালুকদারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন বলেন, সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনে কাজ করে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপন হয়।
আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Advertisement
ইকবাল হোসেন/এমএইচআর