ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইয়া তার নাম ব্যবহার করে কোনো ধরনের অবৈধ লেনদেন থেকে জনসাধারণকে বিরত থাকতে সতর্কবার্তা জারি করেছেন।
Advertisement
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। তবে এখনো তার নামে কেউ টাকা চাননি বলে ইউএনও জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে ইউএনও মেজবা উল আলম লিখেছেন, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা প্রশাসন/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার নাম ব্যবহার করা বিভিন্ন ব্যক্তি/দালাল, প্রতারকচক্রের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম বলেন, সামনে অনেক উন্নয়ন কাজ শুরু হবে। বিভিন্ন ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নানাদিক চিন্তা করে আগে থেকেই সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
Advertisement
তবে এখন পর্যন্ত তার নামে কেউ টাকা দাবি করেননি বলেও জানান ইউএনও।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস