সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মোস্তাফিজুর রহমানের মারাত্মক চোট ভাবাচ্ছে সমর্থকদের। মাথায় বলের আঘাতে গতকাল (রোববার) হাসপাতালে যেতে হয়েছে কাটার মাস্টারকে।
Advertisement
আজ দুশ্চিন্তা বাড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
যদিও মাহমুদউল্লাহর চোটের ধরন কী, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আর ফিল্ডিংয়ে নামতে পারবেন কিনা, সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়।
এর আগে রোববার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় নিজে একটি বল করে আরেকটি ডেলিভারি জন্য ফিরে যাচ্ছিলেন মোস্তাফিজ। এ সময় তাকে প্রধান কোচ সালাউদ্দিন ডাক দিলে মাথা ঘুরিয়ে সেদিকে যাচ্ছিলেন তিনি। এমন সময়ই ব্যাটার লিটন দাসের খেলা একটি শট পেছন থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।
Advertisement
আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েন মোস্তাফিজ। সতীর্থরা ছুটে আসেন। আসেন ডাক্তাররাও। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাঠেই। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এনে তাতে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
যদিও সিটি স্ক্যানের পর জানা গেছে, মোস্তাফিজের রিপোর্ট ভালো। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। যেটুকু ফেটেছে, সেটা বাইরে। শুধু চামড়া ফেটেছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে এবং ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
এমএমআর/
Advertisement