অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নীলা হারুনের পঞ্চম একক উপন্যাস ‘মঙ্গোলিয়ার ঘোড়া’। শিশু তেমুজিনের চেঙ্গিস খান হয়ে ওঠা আর তার মাতা হলুনের অচেনা জীবন চেনা হয়ে উঠতে থাকে অজান্তেই। আর এক সময় সেটা দাঁড়িয়ে যায় ‘মঙ্গোলিয়ার ঘোড়া’ নামের একটি হিস্ট্রিকাল ফিকশনে।
Advertisement
বইটি প্রকাশ করেছে উপকথা প্রকাশনী। পাওয়া যাবে মেলার ৫৬৪ নম্বর স্টলে।
এর আগে, নীলা হারুনের প্রকাশিত বইগুলো হচ্ছে- ‘অলীকালোকে’(নভেলা), ‘মিষ্টান্ন’ (উপন্যাস), ‘লাল কম্বল’ (গল্প ও নভেলা সংকলন) এবং সীরাত বিষয়ক মৌলিক ‘নবীজি (সা.) দ্য ব্লেসড ওয়ান’।
উপকথা প্রকাশনীর স্বত্বাধিকারী ফকির তানভীর আহমেদ জানান, পান্ডুলিপি দেখার সময় এই লাইনগুলো মনে দাগ কাটে- যুদ্ধ মানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অকল্পনীয় দুঃখের সমাবেশ। মাথার ওপর ছাদ না থাকা, প্রিয়জনের হায়াত না থাকা, তোষক আর নিশ্চিন্তের না থাকা। ইতিহাসের আলোকে এমন উপন্যাস কমই পাওয়া যায়। ফলে বইটি নিয়ে আমি খুবই ইতিবাচক।
Advertisement
জেএইচ/এএসএম