অর্থনীতি

বাণিজ্যমেলায় ওয়াকার ফুটওয়্যারে ৭০ শতাংশ ছাড়

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। ঢাকার পূর্বাচল উপশহরে তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অন্যবারের মতো এবারও কয়েক হাজার পণ্যের পসরা সাজিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল। এরমধ্যে আরএফএল গ্রুপের জুতার ব্র্যান্ড ‘ওয়াকার’ মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর নজর কেড়েছে। মেলা উপলক্ষে জুতায় চলছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। স্টলটিতে জুতা কেনার হিড়িক পড়েছে।

Advertisement

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ওয়াকার ফুটওয়্যারের স্টলে এমনই চিত্র দেখা গেছে।

মেলায় আগত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান হোসেন বলেন, মেলায় প্রবেশ করে সবধরনের জিনিসপত্র দেখতে পেলেও ভালোমানের জুতা খুঁজে পাচ্ছিলাম না।পরে প্রাণের প্যাভিলিয়নে এসে ওয়াকারের জুতা পেলাম। এর আগেও একবার ওয়াকার ব্র্যান্ডের জুতা ব্যবহার করেছি।

পরিবার নিয়ে মেলায় আসা বিল্লাল হোসেন বলেন, বিভিন্ন ডিজাইনের এবং সুলভমূল্যে ভালোমানের জুতা পাওয়ায় ওয়াকার আমার কাছে সবসময় সেরা। তাই মেলায় একজোড়া কিনে নিলাম।

Advertisement

স্টলটির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এবারের মেলায় আমাদের পণ্যে সর্বোচ্চ ছাড় দিচ্ছি। ফলে মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেশি। আশা করছি, এবারের মেলায় শেষ পর্যন্ত ক্রেতাদের এমন সাড়া পাবো।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া-আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন করা হয়েছে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এমএস

Advertisement