বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব শুরু হচ্ছে শুক্রবার। তিন দিনব্যাপি এ উৎসবের শুরুতে শুক্রবার সকালে রাজকীয় পোশাক, পাইক- পেয়াদা এবং স্বর্ণখচিত মুকুট ও তরবারি নিয়ে রাজমাঠে স্থাপিত রাজসিংহাসনে আরোহণ করবেন রাজা উ চ প্রু।বর্তমান রাজার দায়িত্ব গ্রহনের পর উ চ প্রু’র এটাই প্রথম রাজ পুণ্যাহ’র উৎসব। এর আগে ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কে এস প্রু) মারা যাবার পর উ চ প্রু ১৭ তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের কাছে রাজপূন্যাহ উৎসব ‘পইংজারা পোওয়ে’ নামে সমধিক খ্যাত।জানা গেছে, ১৮৭৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এ রাজপুণ্যাহ উৎসব পালিত হয়ে আসছে। রাজ পরিবারের সদস্য চ হ্লা প্রু জিমি জানান এরই মধ্যে উৎসবের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এবারে উৎসবরের মূল আনুষ্ঠানিকতায় গণপূর্ত মন্ত্রী মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।উল্লেখ্য, বান্দরবানের ৯৫ রাঙামাটির রাজস্থলি ও কাপ্তাইয়ের ১৪টি মৌজা নিয়ে বোমাং সার্কেল। ঐতিহ্য অনুযায়ী বোমাং র্সাকলেরে ভূমি ও ফসলরে খাজনা (কর) আদায় করেন সার্কেল চিফ বা রাজা। মৌজার প্রতি পরিবার বছরে ৬ টাকার রাজকর দেন আর তা থেকে সরকারের কাছে চলে যায় ২.২৫ টাকা। ১.২৫ টাকা পান মৌজার হেডম্যানরা। বাঁকি ২.৫০ টাকা পান বোমাং রাজা।
Advertisement