জাগো জবস

বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার পদে কমিশন

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬ বিএএফএ কোর্সে প্রশিক্ষণ শেষে সরাসরি ফ্লাইং অফিসার পদে কমিশন দেয়া হবে। আগ্রহীরা বিজ্ঞাপনে উল্লেখিত সময়ে উপস্থিত থাকতে পারেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী   পদের নাম: ফ্লাইং অফিসারকোর্সের নাম: ৭৬ বিএএফএ কোর্সশিক্ষাগত যোগ্যতাজিডি (পি), লজিস্টিক, এটিসি এডিডব্লিউসি, মেটিয়রলজি শাখা: এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০। ইঞ্জিনিয়ারিং শাখা: এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৪.৫০। অ্যাডমিন শাখা: যেকোনো বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এইচএসসি। ফিন্যান্স শাখা: বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০/ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.০০ পেয়ে এইচএসসি। শারীরিক যোগ্যতাপুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।দৃষ্টিশক্তি: জিডি শাখার প্রার্থীদের জন্য অবশ্যই ৬/৬ থাকবে। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে।বয়স: আগামী ০১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর। অন্যান্য যোগ্যতাশুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন।বেতন: প্রশিক্ষণকালীন ক্যাডেটদের ১০,০০০ টাকা। আবেদনের নিয়ম: বিজ্ঞাপনে উল্লেখিত সময়ে উপস্থিত থাকতে পারেন।বিস্তারিত: বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট www.joinbangladeshairforce.mil.bd ভিজিট করতে পারেন।এসইউ/এমএস

Advertisement