অর্থনীতি

বাণিজ্যমেলায় ঝটপটের প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। এবারও খাবারের বিশাল সমারোহ নিয়ে হাজির হয়েছে ‘ঝটপট’। ভালো মানের খাবার সুলভমূল্যে পেয়ে উচ্ছ্বসিত খাবারপ্রেমীরা। সে কারণে কেনাকাটা শেষ করেই সবাই ভিড় করছেন ঝটপটে।

Advertisement

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ঝটপটের প্যাভিলিয়নের সামনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

জানা যায়, প্যাভিলিয়নটিতে চিকেন নাগেট, মিটবল, ফ্রেঞ্চ ফ্রাই, স্পিং রোল, শিঙাড়া, সমুচাসহ বিভিন্ন ধরনের ফ্রোজেন পণ্য রয়েছে। কিছু খাবার প্যাকেজে খাবারপ্রেমীদের ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

আড়াইহাজার থেকে পরিবার নিয়ে এসেছেন মাসুম বিল্লাহ নামের এক ব্যবসায়ী। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, মেলায় এসে প্রচুর কেনাকাটা করা হয়েছে। তাই এখন খাবার খেতে এখানে চলে আসলাম। ঝটপটের খাবারগুলো খুবই সুস্বাদু। সবসময় ঝটপটের খাবার পছন্দের শীর্ষে থাকে।

Advertisement

নাদিয়া আক্তার নামের আরেক খাবারপ্রেমী বলেন, মেলায় অন্য সব স্টলের খাবার বেশি হলেও এখানকার খাবার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়। তাই এখানে এসে চিকেন নাগেট খাচ্ছি।

প্যাভিলিয়ন ইনচার্জ আব্দুস সামাদ বলেন, এখানে আমরা ফ্রোজেন আইটেমের খাবারগুলো বেশি বিক্রি করছি। এছাড়া মেলা উপলক্ষে আমরা সুলভমূল্যে ফ্রাইড রাইস বিক্রি করছি। তাছাড়া সমুচা রোল, চিকেন মিট বল, নাগেটসহ বিভিন্ন স্ন্যাক্স আইটেমেও ভালো সাড়া পাচ্ছি। ক্রেতাদের তাৎক্ষণিকভাবে আমরা গরম গরম খাবার সরবরাহ করতে পেরে ভীষণ খুশি। আমাদের প্যাভিলিয়নে চিকেন আইটেমগুলো বেশি বিক্রি হচ্ছে। কিছু ক্রেতা আমাদের খাবারে মুগ্ধ হয়ে ৭-৮ হাজার টাকার ফ্রোজেন ফুডসও কিনে নিয়ে যাচ্ছেন। আমরা মেলায় সব সময় বেশি লাভের চেয়ে ভালো খাবার সরবরাহের দিকে বেশি মনোযোগ দেই।

রাশেদুল ইসলাম রাজু/এমএইচআর/জেআইএম

Advertisement