জাতীয় পার্টিতে রওশনপন্থি অংশের কাউন্সিল প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা কোনো কাউন্সিল ডাকিনি। বাইরে কে কাউন্সিল ডাকলো বা না ডাকলো, এরসঙ্গে আমাদের সম্পর্ক নেই।
Advertisement
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
চুন্নু বলেন, বাইরে ১০টা পার্টি হতে পারে, ১০টা কমিটি হতে পারে। এতে আমাদের কিছু যায় না। জাতীয় পার্টি যেটা জিএম কাদেরের নেতৃত্বে, আমরা কোনো কাউন্সিল ডাকি নাই। অন্য যারা ডেকেছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রওশনপন্থিরা আগামী ৬ মার্চ জাতীয় পার্টির সম্মেলনের ঘোষণা দেন।
Advertisement
রওশনের সংবাদ সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান ফিরোজ রশীদ ও বাবলার উপস্থিতি প্রসঙ্গে চুন্নু বলেন, ফিরোজ রশীদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। বাবলাকে অব্যাহতি দেওয়া হয় নাই। উনি যদি মূল দলের সঙ্গে থাকতে না চান, তাহলে আমার মনে হয় উনার পদত্যাগ করা দরকার ছিল। কেন করেন নাই, আমি জানি না।
বাবলা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু তিনি অন্য দলে গেছেন, সেখানে বক্তব্য রেখেছেন, এটা দলীয় শৃঙখলাবিরোধী। এ বিষয়ে চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।
জাতীয় পার্টির নামে ৪-৫টা দল আছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি মঞ্জু গ্রুপ, জাতীয় পার্টি কাঁঠাল গ্রুপ, সাইকেল মার্কা, মই মার্কা, এমন অনেক গ্রুপ আছে। আরেকটা হতেই পারে। সবার স্বাধীনতা আছে। কেউ জাতীয় পার্টির নামে ব্র্যাকেটবন্দি আরেকটা দল করতেই পারেন। সেখানে আমরা বাধা দিতে পারি না।
এসএম/এমএইচআর/জেআইএম
Advertisement