শীত তো প্রায় শেষ হয়েই এলো। দরজায় কড়া নাড়ছে গরমকাল। বাইরের তাপমাত্রা এরই মধ্যে বাড়তে শুরু করেছে। তবে দিনে বেশ গরম থাকলেও রাতে এখনো শীত অনুভূত হয়।
Advertisement
হয়তো ঘুমানোর সময় ফ্যান ছেড়ে ঘুমাচ্ছেন, কিন্তু রাতে শীত লাগলেও আলসেমি করে ফ্যান অফ করছেন না। ফলে সকালে দেখছেন ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে।
আপনি চাইলেই ফ্যানটিকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আজকাল রিমোটচালিত সিলিং ফ্যান বাজারে এসেছে।
এই ফ্যানের সুবিধা হলো, এগুলোকে এসির মতোই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে এই ফ্যানের মেইনটেনেন্স খরচ সাধারণ ফ্যানের থেকে কিছুটা বেশি।
Advertisement
আরও পড়ুন
• এসি চালিয়েও গাড়ির ভেতর ঠান্ডা না হলে যা করবেন
তাই ছোট্ট কয়েকটি কাজে আপনার ঘরের পুরোনো সিলিং ফ্যানটিকেই রিমোট কন্ট্রোল করতে পারবেন। জেনে নিন উপায়-
>> ইলেক্ট্রনিক জিনিস পাওয়া যায় সেসব দোকানে, সেখান থেকে লাইট এবং ফ্যানের জন্য RE CO
Advertisement
SYS রিমোট কন্ট্রোল সুইচ কিনতে পারেন। এই রিমোট কন্ট্রোল সুইচ ওয়াই-ফাই এবং আইআর ব্লাস্টার সাপোর্টেড।
এটিতে স্লিপ এবং টাইমারের মতো মোডগুলোও পাবেন। চাইলে এই রিমোট কন্ট্রোল সুইচ পুরোনো ফ্যানেও লাগাতে পারেন একজন ইলেকট্রিশিয়ানের সাহায্যে।
>> আরেকটি উপায় হলো, একটি ফ্যান রিমোট ও রিসিভার আপনার পুরোনো সিলিং ফ্যানে লাগিয়ে নিতে পারেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরন ও মডেলের এমন ডিভাইস পাবেন।
এর মাধ্যমে বিছানায় বসেই আপনার ফ্যানটি কমাতে বাড়াতে পারবেন। শুধু সিলিং ফ্যান নয়, স্ট্যান্ড ফ্যান ও টেবিল ফ্যানগুলোও এভাবে রিমোটের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন।
আরও পড়ুন
• কত তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে?• আপনার ঘরের মাপ অনুযায়ী কত টনের এসি কিনবেন
সূত্র: ব্রাইট লাইটিং, ইলেক্ট্রিক্যাল অনলাইন
কেএসকে/এমএস