দেশজুড়ে

ভৈরবে ৮ দিনব্যাপী একুশে বইমেলা শুরু

কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৭তম একুশে বইমেলা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরব বাজার রাজকাঁচারি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

Advertisement

এর মধ্য দিয়ে শুরু হলো ৮ দিনব্যাপী একুশে বইমেলা। আগামী ২৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের বইমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বইমেলা পরিষদের সভাপতি মতিউর রহমান সাগরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- কথা সাহিত্যিক ও প্রবন্ধকার ড. আকিমুন নাহার, বইমেলা পরিষদের উপদেষ্টা অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছাপানো বই পড়ার অভ্যাস তৈরি করতে প্রতিবছর ভৈরবে একুশে বইমেলার আয়োজন করা হয়। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষাশহীদ ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে ২৭ বছর আগে ভৈরবে বইমেলা আয়োজনের পরিকল্পনা করা হয়। বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।

Advertisement

ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ মেলার মঞ্চে নাটক মঞ্চস্থ হবে।রাজীবুল হাসান/কেএসআর