দুনিয়াতে ঈমানদারগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনার কারণে কাফিরদের ঠাট্টা-বিদ্রোপের শিকার হয়েছিলেন। পরকালে বিচার দিবসে যেন কাফির মুশরিকদের সামনে আল্লাহ তাআলার দরবারে অপমানিত ও ঠাট্টা-বিদ্রোপের শিকার হতে না হয়, এ আশায় মুমিনগণ আল্লাহর দরবারে সদা সর্বদা এ দোয়া করতেন। যা তুলে ধরা হলো- উচ্চারণ : রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়ালা তুখযিনা ইয়াওমাল ক্বিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ।অর্থ : হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না। (সুরা ইমরান : আয়াত ১৯৪)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য সত্য ও ন্যায়ের পথে চলার পথকে সহজ করে দিন। পরকালের সকল ধরনের অপমান, ঠাট্টা-বিদ্রোপ ও ভয় থেকে হিফাজত করুন। কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস
Advertisement