চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এদিকে অন্যান্য বারের মতো এবারও জিনিসপত্রের বিশাল সমাহার নিয়ে হাজির বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তারা বিভিন্ন পণ্যে দিচ্ছে বিশেষ ছাড়।
Advertisement
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
রোদেলা আক্তার নামের এক নারী ক্রেতা বলেন, বিসিকের পণ্যগুলো ভালো মানের। বিশেষ করে তাদের মধু সবার সেরা। তাই মেলায় এসে এই প্যাভিলিয়ন থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম।
আরিফুল হক নামের আরেক ক্রেতা বলেন, কয়েকদিন ধরেই লেদারের ব্যাগ কিনবো ভাবছি। মেলা উপলক্ষে যেহেতু ছাড় চলছে তাই এই প্যাভিলিয়ন থেকে দুটো ব্যাগ কিনলাম।
Advertisement
বিসিকের বিপণন বিভাগের নিয়ন্ত্রণ কর্মকর্তা ফেরদৌসী সুলতানা বলেন, আমরা বিভিন্ন পণ্য ছাড় দিয়ে বিক্রি করছি। এতে ক্রেতারাও যেমন খুশি, উদ্যোক্তারাও খুশি। মেলার শেষ সময়ে আমাদের পণ্যও শেষের দিকে। আগামীতে চেষ্টা করবো পণ্য আরও বাড়াতে। ঢাকার মতো এখানেও ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।
বিসিকের উন্নয়ন বিভাগের উপ-ব্যবস্থাপক আমিরা খাতুন বলেন, আমাদের কাজ হলো উদ্যোক্তাদের সহায়তা করা। এবার আমাদের স্টলে নিজস্ব উৎপাদিত পণ্য মধু রয়েছে। এছাড়া উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য- যেমন লেদারের ব্যাগ, নকশী কাঁথা, নকশী চাদর, জামদানি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, জুটের অন্যান্য আইটেমও রয়েছে। আমাদের সব পণ্যগুলোই আন্তর্জাতিক মানের। এজন্য ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।
এবারের মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/এএসএম
Advertisement