সাহিত্য

শাহানাজ শিউলীর কবিতা: অমর একুশ

একুশ আমার বর্ণমালা মায়ের মিষ্টি ভাষা,একুশ আমার সজল চোখে স্বপ্নভরা আশা।একুশ মানে ভাই হারানো এক সমুদ্র ব্যথা,একুশ আমার চাঁদনী রাতে গল্প বলার কথা।

Advertisement

একুশ মানে রক্তগোলাপ থোকা থোকা ফোটা,একুশ মানে রফিক, শফিক মিনার হয়ে ওঠা।একুশ মানে রক্তঢালা ঐতিহাসিক দিন,একুশ আমার শহীদ ভাইয়ের আত্মদানের ঋণ।

একুশ আমার মাতৃভাষা অমূল্য এক দান,একুশ মানে নগ্ন পায়ে প্রভাতফেরীর গান।একুশ মানে সুখ-দুঃখ ফিরে বারংবার,একুশ আমার সকল দেশে সেরা অহংকার।

এসইউ/এমএস

Advertisement