ধর্ম

ঈসা আলাইহিস সালামের মুজিযা ও সহযোগিতা লাভ

আল্লাহ তাআলা ক্রমন্বয়ে বনি ইসরাইলিদের মাঝে অনেক নবি-রাসুল প্রেরণ করেছেন। যার ক্রমধারা শেষ হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ইঞ্জিল কিতাব দান করেন। এর মধ্যে কতগুলো নির্দেশ তাওরাতের বিপরীত ছিল। এ জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নতুন নতুন মুজিযা প্রদান করেছিলেন এবং জিব্রিল আলাইহিস সালামের সহযোগিতা প্রদান করেছিলেন। যা এখানে তুলে ধরা হলো-মুজিযাক. আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা।খ. মাটি দ্বারা পাখি তৈরি করে ওর মধ্যে ফুঁ দিয়ে আল্লাহর নামে উড়িয়ে দেয়া।গ. আল্লাহর হুকুমে শ্বেত-কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া।ঘ. জন্মান্ধকে আল্লাহর হুকুমে দৃষ্টি শক্তি দান করা।ঘ. ভবিষ্যতের সংবাদ আল্লাহর হুকুমে প্রদান করা।মুজিযা প্রসঙ্গে কুরআনে এসেছে, ‘নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখীর আকৃতি তৈরি করি। তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাখীতে পরিণত হয়ে যায় আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠ রোগীকে। আর আমি জীবিত করি মৃতকে আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলে দিতে পারি যা তোমরা খেয়ে আস এবং যা তোমরা ঘরে রেখে আস। (সুরা ইমরান : আয়াত ৪৯)জিব্রিল আলাইহিস সালামের সহযোগিতাহজরত ঈসা আলাইহিস সালামের জন্য হজরত জিব্রিল আলাইহিস সালামের সহযোগিতা বিভিন্ন সময়ে হয়েছিল। বিশেষে করে আল্লাহ তাআলা যে সকল সময় সহাযোগিতার জন্য জিব্রিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ত হলো-১. সর্ব প্রথম ফুঁৎকারের মাধ্যমে মায়ের উদরের গর্ভধারণ করা।২. ভূমিষ্টের সময় শয়তানি কার্যক্রম এবং প্রভাবসমূহ থেকে সংরক্ষণ করা।৩. জীবনভর ইয়াহুদিদের বিভিন্ন শত্রুতা ও আক্রমণ থেকে রক্ষা করা।৪. সর্বশেষ যখন তাঁকে শহীদ করে দেয়ার চেষ্টা করা হয়েছে, তখন আল্লাহর নির্দেশে জীবিত অবস্থায় তাঁকে আসমানে পৌঁছে দেয়া।এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘এবং আমি মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট মুজিযা দান করেছি এবং তাকে শক্তি দান করেছি ‘রুহূল কুদ্দুস’ অর্থৎ জিবরাঈলের মাধ্যমে।’ (সুরা বাক্বারা : আয়াত ২৫৩)কুরআনে ঈসা আলাইহিস সালামের জন্য মুজিযা ও সহযোগিতার বিবরণ মুসলিম উম্মাহর ঈমানকে মজবুত করার অনন্য মাধ্যম। সকল নবি-রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে শুধুমাত্র কুরআনের অনুকরণেই মানুষ খাঁটি ঈমানদার হয়ে ওঠে। তাই আল্লাহ তাআলা সবাইকে কুরআনের শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement