দেশজুড়ে

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ নিবাসী জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ শিশু নিবাসী ভাইরাস জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে।

Advertisement

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন এতথ্য জানিয়েছেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিক হাসান জানান, এদের বেশিরভাগই ভাইরাস জ্বরে আক্রান্ত। হাসপাতালে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়েও তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার পরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২২ বন্দি শিশুকে হাসপাতালে চিকিৎসা দিয়ে নিয়ে আনা হয়েছে। আরও ১৩ জনের মতো অসুস্থ শিশু রয়েছে। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কেন্দ্রের বন্দী কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার রফিক আহমদের ছেলে মারুফ আহমেদ (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বাবার অভিযোগ, নির্যাতনের কারণে তার ছেলে মারুফের মৃত্যু হয়েছে। তবে তত্ত্বাবধায়ক নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ারুল করিম জানান, সম্প্রতি কয়েকজন জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকদের পরামর্শে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারুফ নামের একজন মারা গেছে।

চিকিৎসকের বরাতে তিনি জানান, মারুফ মেনিনজাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। যা ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো পরজীবীর সংক্রমণের কারণে হতে পারে।

Advertisement

আব্দুর রহমান আরমান/এসআর/কেএসআর