নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. পারভেজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
Advertisement
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পশ্চিম কান্দারগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।
আহতরা হলেন মো. রুহুল আমিন (৪০), মো. আক্তার হোসেন (৩২), মো. মনির প্রধান (৩৮), মো. হৃদয় (২৪), মো. মোতালেব মিয়া (৬০), মো. লিটন (৩৫) এবং মো. আলম মিয়া (২৩)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পিয়াল হাসান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আটজন আহত হন। পরে তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরমধ্যে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি সাতজন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কান্দারগাঁও গ্রামে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/এএসএম
Advertisement