বিনোদন

গীতিকার-গায়ক শামস মনোয়ারের ২ বইয়ের মোড়ক উন্মোচন

কবি, গীতিকার ও গায়ক শামস মনোয়ার। নিজের লেখা কবিতা ও গানে তিনি তুলে ধরেন বহুমাত্রিক ভাবনা। এবার বইমেলায় দুইটি বই নিয়ে হাজির হলেন তিনি। বই দুটির নাম ‘প্রথমা’ ও ‘Reaching Devotion’।

Advertisement

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছায়ানট অডিটোরিয়ামে এর মোড়ক উন্মোচন করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এসময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট ঢাকা গড়তে সবাইকে বই পড়ার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন: পাভেল আরিনের সংগীতে কণার ‘ভালোবেসে সখী’

এসময় তিনি বলেন, জয় বাংলা বলার জন্য আমাদের এক হতে হবে। জয় বাংলা বলার জন্য কোনো দল করতে হয় না। দেশের উন্নয়নে আমাদের একসাথে কাজ করতে হবে।

Advertisement

আরও পড়ুন: মুমুর ‘ভালোবাসি’

পাশাপাশি ঢাকা-১০ আসনের মানুষকে নির্ভেজাল ভালোবাসা দিতে চান বলেও জানান ফেরদৌস। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমান মোনায়েম সরকার, সংগীত শিল্পী শুভ্র দেব ও শামস মনোয়ারের মা সুফিয়া মনোয়ার। অনুষ্ঠানে ফেব্রুয়ারিকে উৎসর্গ করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একুশ’ প্রদর্শন করা হয়।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement