জাগো জবস

নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে ‘নাবিক ও এমওডিসি’ পদে বি২০১৬ ব্যাচে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীদের উল্লেখিত সময়ে নির্ধারিত ভর্তিকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।  প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনীপদের নাম: নাবিক ও এমওডিসিব্যাচের নাম: বি২০১৬ ব্যাচশিক্ষাগত যোগ্যতা ডিই/ইউসি: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি। অবশ্যই জিপিএ ৩.০০। এসএসসিতে উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড। মেডিকেল: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি। অবশ্যই জিপিএ ৩.০০।পেট্রলম্যান, রাইটার, পেট্রল, মিউজ, কুক, স্টুয়াট, এমওডিসি: ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি। সংগীতে পারদর্শীরা মিউজিক শাখায় নিয়োগে অগ্রাধিকার পাবেন। টোপাস: পঞ্চম শ্রেণি। শারীরিক যোগ্যতাউচ্চতাসিম্যান ও এমওডিসি: ৫ ফুট ৬ ইঞ্চি পেট্রলম্যান: ৫ ফুট ৮ ইঞ্চি অন্যান্য শাখা: ৫ ফুট ৪ ইঞ্চিবুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে। ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী। বয়স: ০১ জুলাই ২০১৬ তারিখে ১৭-২০ বছর। তবে এমওডিসি পদে ১৭-২২ বছর। অন্যান্য যোগ্যতা: শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য। এছাড়া সাঁতার জানতে হবে। বেতন: সশস্ত্র বাহিনীর নিয়মানুযায়ী বেতন ও ভাতা। এছাড়া অন্যান্য সুবিধাও থাকবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd থেকে আবেদন করতে পারবেন।উপস্থিতিসকাল ৯টায় নির্ধারিত ভর্তিকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।এসইউ/এবিএস

Advertisement