আইন-আদালত

বার কাউন্সিল লিখিত পরীক্ষায় ২ হাজার ৫৩৯ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণে শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দুই হাজার ৫৩৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আর ৩৪৫ জনের খাতা থার্ড পরীক্ষকের যাচাই-বাছায়ের জন্যে রাখা হয়েছে। তাদের খাতা মূল্যায়ন করার পর ফলাফল প্রকাশ করা হবে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান।

তিনি বলেন, ‘ফল প্রকাশ করার বিষয় নিয়ে বার কাউন্সিলে অ্যানরোলমেন্ট কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবা ফল ঘোষণা করা হলো।’

এফএইচ/এমআইএইচএস/এমএস

Advertisement