ভালোবাসা দিবসে পথশিশুদের নিয়ে ‘ওরা হাসলে, হাসবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘ওদের হাসি ভালোবাসি-সিজন ৩’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলী শিশুপার্ক মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের এ আয়োজন জুড়ে দিনব্যাপী ছিল শিশুদের নিয়ে নানাবিধ অংশগ্রহণমূলক কার্যক্রম। যেখানে একটি শিশুর জীবনমানের উন্নয়ন ও সমাজের সম অংশগ্রহণ তুলে ধরা হয়েছে। আয়োজন জুড়ে ছিল শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও উৎসর্গের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তানজিনা খাঁন, নির্বাহী পরিচালক শেখ শাহরিয়ার পান্না। এছাড়া উৎসর্গ ফাউন্ডেশন কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
দিনব্যাপী আয়োজনের বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সুবিধাবঞ্চিত শিশুরাসহ অংশগ্রহণ করেন বিভিন্ন সংগীত শিল্পী।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, আজকের শিশুরাই আগামীর সুন্দর এবং সুস্থ্য পৃথিবী গড়তে পারবেন। শিশুদের বিকাশে যত্ন এবং সঠিক নির্দেশনা আগিয়ে নিবে সুন্দর পৃথিবীকে।
Advertisement
২০১৬ সাল থেকে দেশ ও মানুষের সেবায় কাজ করছে উৎসর্গ ফাউন্ডেশন। ‘জীবনের প্রয়োজনে জীবন’ স্লোগানে উৎসর্গের পথ চলায় নানাবিধ সামাজিক কার্যক্রমের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি।
এএইচ/জিকেএস