খেলাধুলা

কেন শান্তকে সিলেটের অধিনায়ক করা হলো না, জানালেন রাজিন

জাতীয় সংসদের দায়িত্ব পালন করার জন্য আপাতত বিরতি নিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও আজ সিলেট ফ্রাঞ্চাইজির কোচ রাজিন সালেহ জানিয়ে দিয়েছেন, চলতি আসরে মাশরাফির আর ফেরার সম্ভাবনা নেই।

Advertisement

মাশরাফি বিরতি নেওয়ার কারণে নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের নাম ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্স। যদিও সিলেট দলটিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। যিনি কিছুদিন আগেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশের তিন ফরম্যাটেই স্থায়ী অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শান্তর নাম।

আগেই গুঞ্জন ছিল, শান্তই হতে যাচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক। এমন একজন ক্রিকেটার দলে থাকার পরও তাকে দায়িত্ব না দিয়ে সিলেট স্ট্রাইকার্স মিঠুনকে অধিনায়ক করায় অনেকেই অবাক হয়েছিলেন।

বাংলাদেশ দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন পর্যন্ত সিলেটের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন এবং এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ প্রশ্ন তোলা হলো সিলেটের কোচ রাজিন সালেহের কাছেও। কেন শান্তকে নেতৃত্ব দেওয়া হলো না? তিনি নিজেই কী এ বিষয়ে রিল্যাক্স থাকতে চেয়েছিলেন?

Advertisement

জবাবে রাজিন সালেহ বলেন, ‘এটা শান্তর পক্ষ থেকে আসেনি। সত্যি কথা বলতে, এটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এসেছে। আমাদের টিম ম্যানেজেমেন্ট চিন্তা করেছিলো যে, শান্তকে যতটুকু ফ্রি রাখা যায়। সে ফ্রি ক্রিকেটটা যেন খেলতে পারে। ওর কাছ থেকে যেন আমাদের যতটুকু পাওয়া, ততটুকু পাওয়ার জন্যই আসলে ওকে নেতৃত্ব দেয়া হয়নি।’

শান্ত এখন জাতীয় দলে তিন ফরম্যাটে অধিনায়ক। এমন একজন ক্রিকেটারের কোচ, এ কারণে নিজেকে গর্বিত মনে করেন রাজিন সালেহ। সিলেট স্ট্রাইকার্সের জন্যও গর্বের বিষয় বলে জানিয়েছেন তিনি।

রাজিন বলেন, ‘যখনই শুনেছি (তিন ফরম্যাটে অধিনায়ক ঘোষণা), তখনই তাকে কংগ্রাচুলেট করেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল। যেহেতু সিলেট স্ট্রাইকার্সের একটা খেলোয়াড় তিন ফরম্যাটে অধিনায়ক, আমি মনে করি আমি খুবই সৌভাগ্যবান যে ওকে কোচিং করাচ্ছি, বাংলাদেশ দলের সে অধিনায়ক। আমি প্রাউড ফিল করি।’

নাজমুল হোসেন শান্ত গত বছর ছিলেন সিলেটের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে একজন। এবার তার ব্যাট জ্বলে উঠছে না। কেন তিনি পারছেন না? ঠিক কোন জায়গাটায় শান্ত পিছিয়ে পড়ছেন? রান না পাওয়ায় কী মানসিকভাবে ভেঙে পড়েছেন?

Advertisement

জানতে চাইলে রাজিন সালেহ বলেন, ‘ওর (শান্ত) সঙ্গে সব সময় আমাদের কথা হয় বা আমি নিজে কথা বলি। আমার মনে হয় না যে, মানসিকভাব সে পিছিয়ে গেছে। একটা খেলোয়াড়ের অফফর্ম যেতেই পারে। তবে আমরা সবসময় তাকে সাপোর্টে আছি। আমার মনে হয় যে, নাজমুল শান্ত যদি আগের ম্যাচগুলোতে রান করতো, তাহলে আমাদের খেলাটা হয়তো ভিন্ন হয়ে যেতো। হয়তো আমাদের দলের পজিশনটাও অন্য জায়গায় থাকতো। যদিও সে শেষ দুটা ম্যাচে কিছু রান করেছে। আমরা মনে করি যে, ১৭ তারিখে যে ম্যাচ আছে, সেখান থেকেই সে ফিরে আসবে।’

শান্ত তিন ফরম্যাটে এখন বাংলাদেশ দলের অধিনায়ক; কিন্তু বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না তার। সামনে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর আছে এবং বিশ্বকাপেও সে নেতৃত্ব দেবে, ঘুরে দাঁড়ানোর জন্য তাকে কোনো টোটকা দিচ্ছেন কিনা রাজিন সালেহ। কিংবা এ ইস্যুতে তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা?

জানতে চাইলে রাজিন বলেন, ‘দেখেন- একটা সময় থাকে, যখন একটা খেলোয়াড় ব্যাক পেজে চলে যায়, সামহাউ কোনো না কোনোভাবে একটু ব্রেক দিতে হয়। আমরা চেষ্টা করছি তাকে ওপেনার থেকে নাম্বার থ্রি-তে ব্যাটিং করানোর জন্য। শেষ দুটা ম্যাচ দেখেন, একটা ম্যাচে ৩০-৩৫ করেছিলো, আরেকটা ম্যাচে ১৭-১৮ করেছিলো। সে এমন না যে সে টাচে নাই। সে টাচে আছে, আমরা মনে করি যে, আরও তিনটা ম্যাচ আছে, সে ইনশাআল্লাহ এখান থেকে ফিরে আসবে এবং বাংলাদেশ টিমে ভালো সার্ভিস দেবে।’

আইএইচএস/এমএমআর/জিকেএস