অর্থনীতি

হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি ২৭ জুলাই রোববার হতে ১ আগষ্ট শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময় বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুধুমাত্র পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা খোলা থাকবে।বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, পবিত্র ঈদুল ফিতর যথাযথভাবে পালনের জন্য বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শনের এক বৈঠকে এ বন্দর দিয়ে দু’দেশের মাঝে ৬ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা মুদ্দিন জানান, ঈদ উপলক্ষে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

Advertisement